নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গরিলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম জাহিদ হোসেন (১৯)।সে সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ এলাকার বছির মোল্লার ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়,উপজেলার গরিলাবাড়ী সাকিনস্থ মৃত আজু শেখের ছেলে স্থানীয় ও সাক্ষী আঃ গফুরের (৫৫) টং দোকানের সামনে পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা (যার মূল্য অনুমান ২,১৯,০০০ টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ-৪,০০০ (চার হাজার) টাকা সহ জাহিদ হোসেন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ হোসেন জানায়,সে দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মাদক কারবারিদের মাদক সরবরাহ করে আসছিলো।
এ বিষয়ে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply