সূর্যোদয় অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ছেত্রী
ব্রাজিলের কিংবদন্তি পেলের কোনো কীর্তি স্পর্শ করাই যে কারো জন্য আনন্দের, গর্বের বিষয়। সেখানে তাকে ছাড়িয়ে যাওয়া তো আরো বিশেষ কিছু। দক্ষিণ এশিয়ার কারো জন্য তো এমন অর্জন স্বপ্নের মতো। তবে এমন কিছুই করেছেন কিংবদন্তি সুনিল ছেত্রী। বুধবার পেলেকে ছাড়িয়ে গেছেন ভারতের এই অধিনায়ক।
মাস্ট উইন ম্যাচে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এই ম্যাচেই দারুণ এক কীর্তি গড়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা ছেত্রী।
এই ম্যাচে দুটি গোল করেছেন ছেত্রী। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।
এদিন ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোল করেন সুনীল ছেত্রী। এই গোলেই ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে (৭৭টি) পেছনে ফেলেন এই ফরোয়ার্ড। তারপর আরো একটি গোল করায় জাতীয় দলের হয়ে ৩৭ বছর বয়সী ছেত্রীর গোল সংখ্যা এখন ৭৯টি।
উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে নেপাল। আগামী ১৬ অক্টোবর সাফের ত্রয়োদশ আসরের শিরোপা লড়াইয়ে নামবে এই দুই দল।