
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক;
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের মুশা হাজিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির
পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকাবাসি জানায়, ওই গ্রামের মৃত নমীর উদ্দিনের স্ত্রী টুলটুলি বেওয়ার রান্নাঘর থেকে গভীর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘর-বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিসের ইউনিট দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তাদের বসত ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান-চাল, নগদ অর্থ, হাঁস- মুরগিসহ সর্বস্ব ভস্মীভূত হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডর আব্দুর রাজ্জাক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
I seriously love your website.. Pleasant colors & theme. Did you make this website yourself? Please reply back as I’m attempting to create my very own website and would like to learn where you got this from or exactly what the theme is called. Cheers!