1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কিশোরগঞ্জে পুলিশের টিআইয়ের  বিরুদ্ধে মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় চলছে অবৈধ ইটের ভাঁটা দেখার কেউ নেই চিত্রনায়িকা নিপুনকে বিমানবন্দরে আটক দৈনিক সূর্যোদয়ের প্রতিনিধি সম্মেলনের জন্য রেজিস্ট্রেশন চলছে,, ঢাকা ১০ আসনের সাবেক এমপি শফিউল উত্তরা থেকে গ্রেফতার ফুলবাড়ীতে শীতের উপহার নিয়ে এলেন মানবতার ফেরিওয়ালা দেশে আর মুজিববাদ ফিরে আসবে না- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮ লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলার আসামি আব্দুল খালেক বাদল -ঢাকা থেকে গ্রেপ্তার চিকিৎসা সেবায় গাফিলতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

কিশোরগঞ্জে পুলিশের টিআইয়ের  বিরুদ্ধে মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে

  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৯.১৬ পিএম
  • ২৩৩ বার পঠিত

তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলা শহর যানজট নিরসনে দায়িত্বে থাকা পুলিশের টিআই  হামিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে দালাল বলে  গালিগালাজ করায় ওই টিআইয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, ভুক্তভুগি মুক্তিযোদ্ধা সোহেল আহমেদ ।
লিখিত অভিযোগসহ মুক্তিযোদ্ধার কথায়  জানা যায়,কটিয়াদী উপজেলার উত্তর চরপুখিয়া গ্রামের সুনীলের পুত্র মুক্তিযোদ্ধা সোহেল আহমেদ ভারতীয় তালিকা নং ২৫৯৩৯, তিনি গত ১০/১০/২১ ইং কিশোরগঞ্জ বটতলা পুলিশ বক্স এলাকায় দায়িত্বরত টিআই হামিদ কর্তৃক মুক্তিযোদ্ধা সোহেল আহমেদের আত্মীয়র একটি সিএনজি আটক করে উক্ত সিএনজি  আটক করা বাবদ সরকারী নিয়ম অনুযায়ী রেকার বিল পরিশোধ করিয়া গাড়িটি ছাড়ার জন্য অনুরোধ জানায় টিআই হামিদকে মুক্তিযুদ্ধা সোহেল আহমেদ ।

সুপারিশ করাকে কেন্দ্র করে টিআই হামিদ প্রকাশ্য দিবালোকে মুক্তিযোদ্ধা সোহেল আহমেদকে গালিগালাজ করে বলেন দালালী ছেড়ে ভালো হয়ে যান অন্যথতায়  দালালী করার অপরাধে আপনাকেও আটক করা হবে।ঘটনাস্থলে ওই সময় হাজির হয় টিআই শাহজাহান তিনিও মুক্তিযুদ্ধার গাড়িটি ছাড়ার জন্য সুপারিশ করেলে টিআই হামিদ টিআই শাহজাহানকেও দমকান বলে জানা যায় ।

পুলিশের টিআই হামিদের এমন অসৎ আচরণের ঘটনার কারণে কিশোরগঞ্জের সচেতন মহলে এ নিয়ে তীব্র সমাালোচনার ঝর উঠেছে। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক আসাদুল্লাহ বলেন, একজন মুক্তিযোদ্ধার সাথে পুলিশের এমন ব্যবহার করা উচিৎ হয়নি, আমি তার তীব্র নিন্দা জানাই। উক্ত ঘটনায় কিশোরগঞ্জ  মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহব্বায়ক এনামুল হক সেলিম বলেন মুক্তিযোদ্ধাদের কারণে এ দেশ স্বাধীন হয়েছে, একজন পুলিশ হয়ে মুক্তিযোদ্ধার সাথে এমন ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। ওই টিআই হামিদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়টা অভিযোগ শুনেছি আমি তার মধ্যে ট্রাফিক পুলিশের একজন অফিসার হামিদের বিরুদ্ধে মামলা করতে থানায় গিয়েছিল পরবর্তীতে তা পুলিশ প্রশাসনের মাধ্যমে সমাধান হয়েছে বলে জানা যায়।  কিশোরগঞ্জ বর্তমান পুলিশ সুপার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আশা করি তিনি বিষয়টিকে আন্তরিকভাবে তিনি সমাধান করবেন।    উল্লেখ্য যে, কিশোরগঞ্জের যানজট নিরসনে দায়িত্বে থাকা  পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় অবৈধ্য ভাবে সুযোহ সুবিধা নিয়ে দিনের বেলাও অবৈধ গাড়ির শহরে  প্রবেশ করায় সকাল ৯টা থেকে রাত্র ১০টা পর্যন্ত যানজট লেগে থাকা নিত্য দিনের সঙ্গীতে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে শহর ঘুরে দেখা যায় যানজটের এ চিত্র । কিশোরগঞ্জ পৌসভা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান  কোর্ট কাচারী তে আসা লোকজনকে পরতে হয় চরম ভুগান্তিতে ।  এছাড়াও অভিযোগ উঠেছে শহরের প্রবেশের বিভিন্ন স্থানে টিআ্ই কর্তৃক মাসিক মাসুহারায় চলে অবৈধ গাড়ি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত টিআই হামিদের সাথে কথা হলে তিনি বলেন ঘটনাটি আজ কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের একজন নেতার মাধ্যমে মীমাংশার জন্য আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে মোবাইলে কথা বলতে রাজি হয়নি টিআই শাহজাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews