তৌহিদুল ইসলাম সরকার:(ময়মনসিংহ)- প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল প্রায় ৩ টা: ৪৫ মিনিটের সময় ভৈরব পৌর শহরের দুর্জয় বাসস্ট্যান্ড মোর এলাকায় ইকোনাে এক্সপ্রেস নামে একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট সদস্যরা প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইকোনাে এক্সপ্রেস বাসটি ভৈরব দুর্জয় বাসস্ট্যান্ড মোর এলাকায় যাত্রী ওঠা-নামার সময় হঠাৎ পিছনের সিটের নিচ থেকে ধুয়া বাহির হতে দেখতে পেয়ে যাত্রীরা চিৎকার শুরু করলে বাসের চালক,কন্ট্রাক্টরসহ যাত্রীরা বাস থেকে নেমে যায়।
এ বিষয়ে গাড়ির চালক স্বাধীন সরকার জানান, ঢাকা-মহাখালীর উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে এসে ভৈরবে যাত্রী ওঠানামার জন্য গাড়ি থামালে হঠাৎ করে পেছনের যাত্রীদের চিৎকার শুরু হয় এবং প্রচুর ধুয়া দেখতে পায়।
তৎক্ষণাত গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে আনলে গাড়ির পিছনের অংশে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ভৈরব ফায়ার সার্ভিস সহকারী স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বাসের পিছনের ২০ শতাংশপুড়ে যায় বলে জানান তিনি।ভৈরব থানা অফিসার ইনচার্জ শাহিন জানান, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।
Leave a Reply