আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১৭ মার্চ শুক্রবার ভুরুঙ্গামারী থানায় বিশেষ অভিযানে ৫ জুয়াড়িকে জুয়া খেলার নগদ(এক হাজার আটশত আশি) টাকা ৪ টি মোবাইল ফোন ১ সেট তাস ও জুয়ার খেলার ১ টি প্লাস্টিকের বস্তার চটি সহ আটক করে থানা পুলিশ।অভিযানে ছিলেন ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম, এএসআই পরিতোষ রায়, এএসআই রাজু আহম্মেদ ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন সদর ইউনিয়নের বাগভান্ডার (ঝুকিয়া) মৌজাস্থ আসামী আফজাল হোসেন (৫৫), পিতা-মৃত হাছেন আলী গ্রাম বাগভান্ডার (ঝুকিয়া) এর বাড়ি হতে তাস ও টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় আসামী আশরাফুল (৩২) পিতা-আঃ সবুর, উভয় সাং-বাগভান্ডার (ঝুকিয়া) জসিম উদ্দিন (২৭) পিতা মোকছেদ আলী, রফিকুল ইসলাম (৪২) পিতা-মোবারক হাজী, মঞ্জু মিয়া (২৭) পিতা-ইয়াছিন আলী ফুলকুমার গ্রামের বাসিন্দা। রাত ৩ টার দিকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া খেলার আইনে ধারাঃ ১৮৬৭ সালের অনুযায়ী ৩/৪ রজু করা হয়েছে যার মামলা নং ১৫।পর আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।