রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক :
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা এলাকা থকে হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৪ কেজি ৪০০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা ও ফুলবাড়ী কবির মামুদ গ্রামের কুখ্যাত মাদক কারবারি আব্দুর রশিদ চাঁদ(২৭) ও তার তথ্যমতে ফুলবাড়ী থানাধীন ৪নং বড়ভিটা ইউনিয়নের বাঘের বাজার থেকে ফুলবাড়ী চন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শফিকুল ইসলাম(৩০) কে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সর্বমোট ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।