ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
কুতুপালং ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুতুপালং ক্যাম্পের সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন, আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন, মো. শাকের, নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম ও মো. রশিদের ছেলে মো. ইলিয়াস।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।