কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় বসতঘর, আসবাবপত্র,নগদ টাকা,ধান,পাটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের আলতাফ হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের বাড়ীঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।কিন্তু ততক্ষণে আলতাফ হোসেনের ৫ টি, জমেলা বেওয়ার ২টি, রাশেদা বেওয়ার ১টি বসতঘর ও ঘরের আসবাব-পত্র পুড়ে ছাই হয়ে যায়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন জানান, সন্ধ্যা ৭টার দিকে আমরা মোবাইল কলের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত এখানে চলে আসি। কিন্তু গাড়ি যাতায়তের উপযুক্ত রাস্তা না থাকায় ঠেলাগাড়ীতে করে আমাদের যন্ত্রাদি ঘটনা স্থলে নিতে হয়েছে। এতে আগুন নেভানোর কাজ দেরিতে আরম্ভ করতে হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবারের ৮ টি বসত ঘর ও আসবাব পত্র পুড়ে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।