শহিদুল ইসলাম-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ধারাবাহিকতায় খরিপ ২০২০-২১ মৌসুমে বন্যায়
ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর
আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার
বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ
মৌসুমে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫
কেজি বারি মাসকলাই-৩, ডি এ পি ১০ কেজি, এমওপি ৫ কেজি করে সার
বিতরণ করা হয়।
গতকাল ০৭-০৯-২০২০ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা
নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল
আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জেরিন আহমেদ, প্রতীশ চন্দ্র পাল,
উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, খাষপুকুরিয়া ইউপি
আ:লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার প্রমুখ।