আলতাফ হোসেন :
ঢাকা জেলার কেরানীগঞ্জ এর হযরতপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের আলিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩টি দোকান পুড়ে গেছে।
এতে অর্ধোকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহঃপ্রতিবার দুপুর সাড়ে তিনটার দিকে, কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন এর আলিপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আনোয়ার ও নাজমুল বিশ্বাস, দুপুরের দিকে আলিপুর বাজারের বরকত উল্লাহর, মায়ের দোয়া মটরস গ্যারেজের মোটরসাইকেলের ব্যাটারী থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয় বলে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও, সাভার উপজেলা থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে মায়ের দোয়া মটরস, সিয়াম বোডিং ষ্টোর, জান্নাত মেডিসিন কর্নার দোকানসহ প্রায় ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মায়ের দোয়া মটরস এর প্রায় ৩৫লক্ষ টাকা ও সিয়াম বোডিং ষ্টোর এর ৪লক্ষ,জান্নাত মেডিসিন কর্ণারের ৬লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়ন এর নবনির্বাচীত কমিটির সভাপতি হাজী মোঃ আলাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষয়-ক্ষতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে।