এনামুল হাসান, কেশবপুর যশোর, প্রতিনিধিঃ-
কেশবপুর উপজেলায় হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে অসুস্থ গরু জবাই করার অপরাধে এক গরুর ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত জড়িত রয়েছে জানা গেছে গ্রাম্য প্রাণি চিকিৎসকরা।
বুধবার (৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজএ সাজা দেন।
গোপন তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে মৃত এরশাদ রহমানের ছেলে হাফিজুর রহমান অসুস্থতা গরু জবাই করেছে বলে তথ্য এসে সাংবাদিকদের কাছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অসুস্থ গরুটি জবাই করে ভ্যানের উপরে রেখে দিয়েছে। অসুস্থ গরু জবাই বিষয় গরুর ব্যবসায় হাফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এই গরুটি ৫ হাজার টাকা কিনেছি। অসুস্থ অবস্থায় গরুটি জবাই করেছি, খুলনায় পাঠানোর জন্য গাড়িতে রেখে দিয়েছি।
বিষয়টি তাৎক্ষণিক কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ;জাকির হোসেন জানালে, তিনি উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার তদন্তের জন্য পাঠান। ডাঃ অলোকেশ কুমার সরকার ঘটনাস্থলে এসে অসুস্থ গরু জবাই বিষয়টি নিশ্চিত হয়ে
এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজ জানান।
উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নওয়াজ বলেন, বুড়িহাটি গ্রামে একটি অসুস্থ পশু জবাই করে বাজারে নেওয়ার সময় একজন গরু ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন অমান্য করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।