ক্ষেতলাল থানা পুলিশ (পুনাক) সামাজিক বনায়ন কর্মসুচি
ওয়াকিল আহমেদ, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ন্যায় তার ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক সামাজিক বনায়ন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে ১১-০৮-২০২১ ইং, বুধবার বেলা ১০.৩০ মিনিট ঘটিকায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সহিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
পরে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, (পিপিএম-সেবা) এর নির্দেশনায় বৈকাল ৫.৩০ মিনিট ঘটিকায় ক্ষেতলাল থানা প্রঙ্গনে-এ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল এবং তার সহধর্মিনী থানা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সদস্য প্রভাষক বনিতা মন্ডল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী এস আই জিন্নাততারা, নারী কনষ্টেবল দুলালী বেগম, রহিমা খাতুন, রুবি আক্তার সহ থানা পুলিশ বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও পুনাকের সদস্যবৃন্দ।