ইব্রাহিম হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন- শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) হেদায়েত উল্লাহ, এসময় পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মাসিক আইন শৃংখলা সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মুনছুর আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনর রশীদ ফরাজি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..