তৌফিক আহম্মেদ তাঁরা মীরঃ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিস্তব্ধ ও অচল করে দিয়েছে গোটা বিশ্বকে। তারই ছোবলে আজ আতঙ্কে গৃহবন্দি বাংলাদেশের মানুষ। ইট পাথরের বৃহদাকার রাস্তাগুলো আজ যানবাহন ও জনমানবশূন্য। সবকিছুই যেন প্রাণহীন।
বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমনে ও জীবনের ঝুকি নিয়ে উপজেলার ৬ টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব – উল – ইসলাম। গতবছরের কথা,
কখনো করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন বা সৎকার করতে ব্যাস্ত সময় পার করেছিলেন আবার কখনো মানুষের ভয়কে জয় করতে ছুটেছিলেন।
আবার কখনো খাবারের থলি নিয়ে ছুটেছিলেন অসহায়, দুস্থ নিন্ম কিংবা মধ্যবিত্তদের বাড়ি বাড়ি। আবার কখনো লকডাউন নিশ্চিত করতে পথে প্রান্তরে ছুটেছেন।
এবারো তার ব্যাতিক্রম নয়, কখনো অসাধু ব্যাবসায়ীদের কবল থেকে মানুষকে রক্ষায় বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালত বসাচ্ছেন। গুজব রুখতে নজর দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। খানসামা উপজেলার আড়াই লক্ষ মানুষকে সুস্থ রাখতে হবে।
তাই সর্বসাধারণকে সুস্থ রাখতে ঘরে রাখতে দিন রাত উপজেলা জুড়ে চলাচ্ছেন সচেতনতামূলক মাস্ক বিতরন। গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংকট মোকাবেলায় এভাবেই চলছে দিনাজপুর জেলার খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম…
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..