বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় পরীক্ষার ফলও করোনা পজিটিভ এসেছে। শনিবার রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।এর আগে রাত ১০টা ৫ মিনিটে তারা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা ও আজকের করা পরীক্ষাগুলোর টিপোর্ট পর্যালোচনা করতে তার বাসায় যান। দুই ঘন্টার বেশি সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।দ্বিতীয় রিপোর্টেও করোনা পজিটিভ আসলেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে জানান এফএম সিদ্দিকী। তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নাই।এফএম সিদ্দিকী বলেন, আজ বিএনপি চেয়ারপারসনের শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি ৫-৬ দিন পর আবার টেস্ট করলে তিনি করোনা নেগেটিভ হয়ে যাবেন।এদিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক জাহিদ বলেছেন, খালেদা জিয়াসহ বাসার ৪ জনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ৫ জন নেগেটিভ হয়েছেন।