খুলনা মহানগরীতে পুলিশের মাকদ বিরোধী অভিযানে গ্রেফতার ৪
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনা:
খুলনা মহানগরীতে নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৫৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বেলজিয়ান বিয়ারসহ পৃথক ঘটনায় ৪ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। এসব ঘটনায় বৃহস্পতিবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- নগরীর সোনাডাঙ্গার সোলাইমান নগর ১ম গলির মোতাহার আলী শিকদারের ছেলে নাসির শিকদার (৩৬), গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার সিঙ্গিপাড়া সরদার বাড়ীর কেরামত আলীর ছেলে খালিশপুর মুজগুন্নী লেবুতলা মোড়ের বাসিন্দা দুখু মিয়া (৩৪), খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী সরদারপাড়ার ছয়ফার সরদারের স্ত্রী খাদিজয়া বেগম (৩৫) এবং বটিয়াঘাটার ঝড়ডাঙ্গা এলাকার মৃত সুধীর মন্ডলের পুত্র সুশান্ত মন্ডল কৃষ্ণ (৫৮)। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা করা হয়েছে।
Leave a Reply