শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার ডুমুরিয়া থানার ভান্ডারপাড়া এলাকা থেকে হুমায়ূন কবিরকে (২৩) গ্রেফতার করা হয়। তার নামে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
এটিইউ জানায়, গ্রেফতারের সময় হুমায়ূন কবিরের কাছ থেকে ব্যবহৃত একটি মোবাইলফোন, পাঁচটি জিহাদি বই এবং একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।