রকসী সিকদার>>
চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডের মোঃ জাহেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ইউনিয়নের রাবারড্যাম এলাকার লালামার ঘাটা থেকে মরদেহ টি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনায় জড়িত সন্দেহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এবিষয়ে নিহত জাহেদের মায়ের সাথে কথা বললে তিনি বলেন গতকাল রাতে খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইমনসহ ৪ বন্ধু। এরপর রাতে আর বাড়িতে আসেনি আমার জাহেদ।
সকালে খবর পায় জাহেদকে মেরে ফেলে রেখেছে। টাকা ও মোবাইলের জন্য আমার ছেলে কে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।আমার ছেলের সাথে কারো কোন শত্রুতা নেই
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্যেরে সাথে কথা বললে তিনি বলেন জাহেদের মরদেহ দেখে পুলিশকে খবর জানাই সকালে।খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে চলে আসেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন।পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমনসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।