রিয়াজুল হক সাগর, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় আগুনে ৪ জন দিনমজুরের ৭ টি টিনের ঘরসহ আসবাবপত্র সম্পুর্ন ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ছয় লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কিশামত গণেশ(সুতাভিজা) গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে দিনমজুর গজেন রায়ের (৫০) ৩টি, গুপি রায়ের (৩৫) ১ টি, ঝন্টু রায়ের (৪০) ১ টি, সুকুমার রায়ের (২৫) ২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার সময় ৪ পরিবারের কেউ বাড়িতে ছিলো না। ধোঁয়া দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ পরিবারের যে কোন রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও কম্বল সহায়তা দিয়েছি।