গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter share
রাজশাহী সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার বাইপাস হাফ রাস্তা রুপসা টাওয়ার দোগাছী সান্তাহার রোড নওগাঁস্থ মেসার্স রুপসা এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর সোমবার (৩১ মে সোমবার) রাতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ১ টি ট্রাক জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
Surjodoy.vom
আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সানারুল্লাহর ছেলে খোরশেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ায় ছেলে দুলাল মিয়া (৩৮) বলে জানান র্যাব-৫।
The Daily surjodoy
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল এবং তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply