
গাঁজার গাছ চাষ করে শ্রীঘরে গাঁজাচাষী
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
নওগাঁর ধামইরহাটে গাঁজার গাছ চাষ করে শ্রীঘরে গেলেন এক গাঁজাচাষী। দীর্ঘদির ধরে লেবুর বাগানে গোপনে চাষাবাদ করে আসা গাঁজার গাছই তার নিজেরই কাল হয়ে দাড়ালো আজ।
জানা গেছে,উপজেলা চকমহেশ (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহরাব হোসেন (৫৫) দীর্ঘদিন ধরে বাড়ীর পাশে লেবুর বাগানে গাঁজার গাছের চাষ করে আসছিল।
৯ জুলাই রাত পোনে ১২ টায় গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ, এ.এস.আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সোহরাব হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ গাঁজার গাছ চাষী সোহরাব হোসেনকে হাতে নাতে গ্রেফতার করে।
এ সময় স্থানীয়দের সম্মুখে দীর্ঘদিন ধরে গাঁজা চাষের বিষয়টি সোহরাব হোসেন স্বীকার করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, গাঁজা যেহেদু একটি মাদকদ্রব্য ও এই ব্যবহার, রক্ষনাবেক্ষন ও সেবন সবই আইনত দন্ডনীয় অপরাধ, সেহেতু গাঁজার গাছ উদ্ধারসহ নিয়মিত মামলায় ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে
এ জাতীয় আরো খবর..
Leave a Reply