গাজীপুর: লকডাউন পরিস্থিতি
রাশিদ আহমেদগাজীপুর জেলা প্রতিনিধি,
সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৮ম দিন সকাল থেকে অনেকটা ঢিলেঢালা ভাবে চলছে। মহাসড়কে বেড়েছে মানুষের ভিড়।
এছাড়া ব্যক্তিগত গাড়ি , পণ্যবাহী ট্রাক লরি চলাচল করছে। বিচ্ছিন্নভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে দোকানপাট ও বিপণি বিতান।
লকডাউন বাস্তবায়ন বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করছে পুলিশ। এছাড়া বিজিবি ও র্যাব এর টহল রয়েছে।
সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ জেলায় ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা পজেটিভ হয়েছেন।
জেলায় সর্বমোট মারা গেছেন ২৫৬ জন। নমুনা বিবেচনায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ২৭.১৯ভাগ।