আব্দুল্লাহ আল মামুন:
গাজীপুরের কাশিমপুর হাতিমারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে হাতিমারা স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের সাথে শিক্ষকগনও আন্দোলনে একাত্বতা ঘোষনা করেন।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে কলেজের অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন আমাদের অবিভাবকদের সাথে দূর্ব্যবহার এবং অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম ও দূনীতি করে আসছে। শিক্ষকসহ আমরা তার প্রতিবাদ করলে প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের থামিয়ে দিত।
আমাদের দাবী জানাতে গেলে অন্য শিক্ষকদের সামনে ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।
এ বিষয়ে জানতে হাতিমারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ফোন করলে তিনি বলেন আমি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না।
ম্যানেজিং কমিটির সদস্য সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা জানান, হাতিমারা কলেজের অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ তার বহু দুর্নীতির প্রমাণ আমাদের কাছে আছে।
এসময় শিক্ষার্থীসহ শিক্ষকরা তার পদত্যাগ দাবী করে বক্তব্য প্রদান করেন।।