রাশেদ আহমেদ:
৪ দফা দাবতিে গাজীপুরে সংবাদ সম্মলেন করছেনে মুক্ত র্গামন্টেস শ্রমকি ফডোরশেন। গতকাল বুধবার সকাল ১১টায় গাজীপুর প্রসেক্লাব মলিনায়তনে অনুষ্ঠতি সংবাদ সম্মলেনে লখিতি বক্তব্য পাঠ করনে সংগঠনরে কন্দ্রেয়ি কমটিরি সাধারণ সম্পাদক রানী খান।
লখিতি বক্তব্যে রানী খান জানান, গাজীপুর সটিি র্কপােরশেনরে বাদে কলমশ্বের এলাকার ব্যান্ডো ফ্যাশন লমিটিডি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমকি র্কমরত ছলিনে। র্গামন্টেস র্কতৃপক্ষ কোনরুপ র্পুব নোটশি ছাড়াই শ্রমকি ছাটাই করে কারখানা বন্ধ ঘোণনা করনে।এ বষিয়ে শ্রমকি বা শ্রমকি প্রতনিধিদিরে মৌখকি ভাবওে জানানো হয়ন।ি এর প্রক্ষেতিে শ্রমকিরা আন্দোলন করলে গত ১২আগষ্ট কারখানা র্কতৃপক্ষরে সাথে শ্রমকি প্রতনিধিদিরে সমযোতা চুক্তি হয়। ৩১আগষ্ট পাওনাদী পরশিোধ করার কথা থাকলওে কারখানা র্কতৃপক্ষ নান টালবাহানায় তাদরে পাওনাদী পরশিোধ করছে না। সংবাদ সম্মলেনে বক্তরা শ্রমকিদরে মাতৃত্বকালীন ছুটরি টাকা প্রদান, বাৎসরকি ছুটরি টাকা শ্রম আইন অনুসারে প্রদান, ওভার টাইমরে টাকা সঠকি ভাবে পরশিোধ এবং বগিত দনিরে ছাটাইকৃত শ্রমকিদরে সমস্ত পাওনাদী পরশিোধরে দাবী জানান।
সংবাদ সম্মলেনে উপস্থতি ছলিনে ব্যান্ডো ফ্যাশন র্গামন্টেস কারখানা ইউনটিরে সভাপতি মোঃ রাসলে মন্ডল, সাধারন সম্পাদক মোস্তাফা কামাল,সাংগঠনকি সম্পাদক মোঃ জুয়লে হাসান, র্অথ সম্পাদক মোঃ কামাল হোসনে।