রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯, কোটালীপাড়ায় ৩ ও মুকসুদপুরে ৩ জন। আক্রান্তদের আইসোলেশনে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, মুকসুদপুরে ২০০ ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ জন রয়েছেন।