শাহিন আলম,
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘গোমস্তাপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে গোমস্তাপুর ব্যাডমিন্টন সংঘের আয়োজনে গোমস্তাপুর ইউনিয়নের ভেড়ীবাজার সংলগ্ন হিমবাহ স্কুলের সামনে এ খেলায় ইয়াং সোসাইটিকে পরাজিত করে আব্দুল হামিদ স্মৃতি ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ক্রীড়ানুরাগী সুকুরদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক অশোক কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আব্দুল্লাহ আল রায়হান। এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম মিথুন, মোশাররফ হোসেন, আলামিন নাসু, রফিকুল ইসলাম, কামরুজ্জামান বাবু ও দেলোয়ার রহমান ইভেন। খেলা শেষে অতিথীগণ বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..