গোমস্তাপুরে আদিবাসীর আত্মহত্যা
শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
গোমস্তাপুরে কীটনাশক পানে এক আদিবাসী আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে সে দুপুরে নিজ বাড়িতে কীটনাশক পান করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সে পার্বতীপুর ইউনিয়নের কাশরইল গ্রামের মৃত এতোয়ার ছেলে অতিন (৬০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুৃমার দাস জানান, ওই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগন্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।