শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন সড়কে ডাকাতি, ছিনতাই ও মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি কারিমুল ইসলাম( ৪০) (কারেন্ট ডাকাত) কে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী যাতাহারা বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজমের নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ডাকাতি মামলায় পাঁচ বছরের সাজা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও পাশ্ববর্তী নওগাঁ জেলার পোরশা ও পত্নীতলা সহ শিবগন্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রোববার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..