শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাপাইনবাবগন্জের গোমস্তাপুরে এক মদ্যপ ব্যক্তির হামলায় এক গ্রাম পুলিশসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর আদিবাসী দূর্গা মন্দির চত্বরে এ ঘটনা ঘটে। ওই ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান জানান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওই মন্ডপ এলাকায় খাদ্য সামগ্রী বিক্রেতা ওই ইউনিয়নের বড়দাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে হেলাল(৩৫) মদ্যপ অবস্থায় পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেখানে দায়িত্বরত গ্রামপুলিশ মোক্তার হোসেনসহ কয়েকজন তাকে বাঁধা দেয়।এসময় সে ছুরি নিয়ে তাদের উপর চড়াও হয়।এতে ওইগ্রাম পুলিশসহ ২ জন ছুরিকাহত হয়।পরে গুরুতর আহত গ্রাম পুলিশ মোক্তারকে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। এদিকে এঘটনায় পুলিশ মদ্যপ ওই যুবককে আটক করেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..