শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনার ২য় ধাপে রোববার আরোও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাকে বর্তমানে নিজ বাড়িতে আইসোলোসনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং অফিসার ডাঃ হাসান আলী জানান, উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের৭৫ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি জ্বর কাঁশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে শনিবার তাকে রহনপুর হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তীতে রোববার তার এন্টিজেন টেস্ট করা হলে তার করোনা ধরা পড়ে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হোম আইসোলোশনে রাখা হয়েছে।
এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।এদিকে,গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখ পর্যন্ত উপজেলায় মোট ৮৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬৮ জনের করোনা পজেটিভ। এর মধ্যে সুস্হ হয়েছেন ৬৫ জন, ৭শ৯৪জন নেগেটিভ ও ৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..