শাহিন আলম গোমস্তাপুরঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে সোমা (১৯) নামে এক তরুনী আত্মহত্যা করেছে । সে উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
ওই তরুণীর পিতা জিয়াউর রহমান জানান, তার মেয়ে বুধবার বিকেলে একই গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে বিষপানে করে। তারা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। পথে তার মৃত্যু হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে তার লাশ একটি মাইক্রোবাস যোগে রাজশাহী থেকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় । পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগন্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে