শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার মক ভোটিং ( নমুনা ভোট) অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো গোমস্তাপুরে ইউনিয়নে এবার ইভিএমএ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের এ বিষয়ে অবহিত করতে এ ভোটিংয়ের আয়োজন করা হয়। ওই ইউনিয়নের ১৩ টি কেন্দ্রে একযোগে এ মক ভোটিং অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রগুলোতে নির্বাচনী কর্মকর্তা ও ভোটাররা উপস্থিত ছিলেন। এসময় রিটার্নিংকর্মকর্তা সেরাজুল ইসলাম মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করেন।