শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
মহান বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১১ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস ও মহান বিজয়ের সুবর্ন জয়ন্তী যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।