কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের মহিদেব পশ্চিমপাড়া গ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ চাষি ফয়জার রহমানকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে গাঁজার গাছ উদ্ধার এবং ওই গাঁজা চাষিকে গ্রেফতার করা হয়।
দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে সোপর্দ করা হলে ফয়জার রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মতি ব্যাপারীর ছেলে ফয়জার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের পাশে লাগানো গাঁজা গাছটি উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।