শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার দেউলাবাড়ি,ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় ছয়টি ইট ভাটা গুড়িয়ে দেওয়াসহ ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদফতর, টাঙ্গাইল এর সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের(সদরদপ্তর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম।এছাড়াও টাঙ্গাইল জেলা পুলিশ,র্যাব-১২,টাঙ্গাইল,মধুপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন বিধি লংঘনের দায়ে সততা ইট ভাটার মালিককে ৭ লক্ষ, মামনি ইটভাটাকে ৬ লক্ষ, যমুনা ইটভাটাকে ৫ লক্ষ, সাগর ইটভাটাকে ৬ লক্ষ, এসবি ইটভাটাকে ৬ লক্ষ টাকা জমানা করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এ ব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম বলেন,পরিবেশ ছাড়পত্র ছাড়াই তারা অপরিকল্পিত ভাবে ইটের ভাঁটা পরিচালনা করে আসছিলো।অনেকবার তাদের সতর্ক করা হয়েছে।ভবিষ্যতেও পরিবেশের ক্ষতিকর এসব অবৈধ ইটের ভাঁটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..