শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বাস দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।এতে আহত হয়েছে ২০ যাত্রী।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাস প্রায় ৩০জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি (বগুরা-জ-১১-০১৭০)টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল গুনগ্রাম গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়যায়।সাথে সাথেই স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদ্যসরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
এ ঘটনায় আহত হয়েছে বাসের ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহতের মধ্যে স্নেহালতা (৯৫) নামে এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে।
ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, গুরুতর আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।