
কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়ায় এসএ পরিবহনের মাধ্যমে পাচার হচ্ছিল মাদকদ্রব্য ইয়াবা। চকরিয়া থানার বিশেষ অভিযানে ৬৮১৫ পিস ইয়াবা ও নগদ ৭৫ হাজার টাকাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনাল সংলগ্ন এসএ পরিবহন অফিসে এ অভিযান চালানো হয়।
ইয়াবা সিন্ডিকেটের অন্য সদস্যদের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সুত্রে জানা যায়, এসএ পরিবহনে বৈদ্যুতিক বাল্বের মোড়কে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপনে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
এসময় ৬৮১৫ পিস ইয়াবা ও নগদ ৭৫ হাজার ইয়াবা বিক্রির টাকাসহ হাতেনাতে নুর মোহাম্মদ (২৬) নামের পাচারকারীকে আটক করা হয়। সে চকরিয়া সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার ইজ্জত আলীর ছেলে বলে জানা যায়।
এদিকে, এসএ পরিবহনের মাধ্যমে আগেও মাদক পাচার করতে গিয়ে অনেকে ধরা পড়ে। তাই এখানকার কোন অসাধু কর্মকর্তা মাদক পাচারে জড়িত কিনা, বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের
জানান, এসএ পরিবহনের মাধ্যমে বৈদ্যুতিক বাল্বের মোড়কে অভিনব কায়দায় ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ৬,৮১৫ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে বলেও তিনি জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply