চকরিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় খেলতে গিয়ে মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া শিশু মুমিনুল হক তানভিরের (৫) লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় মাতামুহুরী নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু মুমিনুল চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার এহেছানুল হকের ছেলে।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিকাল ৫টায় নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মুমিনুল।
চকরিয়া মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, ‘শিশু মুমিনুল নিখোঁজ হওয়ার খবর পেয়ে জাল দিয়ে ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতার পরও তার খোঁজ পাওয়া যায় নি। পরে আজ শনিবার সকালে তার লাশ ভেসে উঠে।’ বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম।