আশিফুজ্জামান সারাফাত:
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল ও স্বাধীন বাংলা মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান- ২০২৩ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম নগরীরর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মোঃ. ইমরান এর সঞ্চালনায় এবং ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের।
প্রধান আলোচক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক শান্তির জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তারা আরও বলেন, স্কুল ভিত্তিক ছাত্রছাত্রীদের পড়া লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ দিতে হবে তবেই দেশ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সহায়ক হবে।
অনুষ্ঠানের উদ্বোধকহিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শিক্ষা সমন্বয়ক- আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, সোনালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ পারভেজ, জনাব মোঃ আব্দুল হাদী, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক এম এ রহমান, ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোঃ আল আমিন, মোঃ কামাল হোসেন, মোঃ আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্যাটাগরিতে মোট ৯০ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।