নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম চাম্বল বাজারের আরেক ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চাম্বল বাজারে দোকান বন্ধ করে রাতে বাড়ি যাওয়ার ফেরার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে একদল
ছিনতাইকারীর কবলে পড়েন নুরুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
Leave a Reply