
সোমেন সরকার
মোদিবিরোধী বিক্ষোভে গিয়ে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা পালন করতে এসে এবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপিও। এঘটনায় নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে।
সোমবার (২৯ মার্চ) দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধায়।
এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিএনপি অফিসের সামনের সড়কে একটি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশের সরঞ্জামও ভাঙচুর করে। এছাড়া সড়কে টেবিল এনে তাতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপি অফিসে পুলিশের অভিযান
সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। গাড়িতে আগুন দিয়েছে। বোমাবাজি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার পর দলীয় কার্যালয় থেকে মহিলা দলনেত্রী মনিসহ ১৫জনকে আটক করা হয়েছে। পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।’
এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপিকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও নগর বিএনপির সচিব আবুল হাশেম বক্কর দাবি করেছেন, ৮জন গুলিবিদ্ধসহ তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
এরআগে শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে হামলা-সংঘর্ষে নিহতের ঘটনার প্রতিবাদে সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ মার্চ) দুদিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় বিএনপি।
সংঘর্ষের পর মণিসহ বিএনপির ১৫ নেতাকর্মী আটক
শনিবার (২৭ মার্চ) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকের (অনলাইন) পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ীই এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply