
নিজস্ব প্রতিবেদকঃ
দেখে যে কারো মনে হবে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। মোছাম্মৎ রশিদা বেগম (৫৯) সাথে রয়েছে নাতি সরওয়ার কামাল (২২) ও ছোট নাতি রবি আলম (৭) এবং জিনিসপত্রের ব্যাগ।
দেখতে নাতি নিয়ে বাড়ি যাচ্ছেন মনে হলেও টলি ব্যাগে করে পাচার করছিলেন ১০ কেজি গাঁজা। পুলিশের চোখ ফাঁকি দিতে সাথে ছোট নাতিকে সাথে নিলেও কোতোয়ালি পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি নানি নাতি।
২৫ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিনেমা প্যালেস এলাকা থেকে এমন এক গাঁজা পাচারকারী চক্রের নানি নাতিতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা টলিব্যাগ ও বাজারের ব্যবহারিত ব্যাগ থেকে ট্যাপ মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার কলাতলী এলাকার মৃত গুরামিয়ার মেয়ে মোছাম্মৎ রশিদা বেগম, একই এলাকার মোঃ জাফর আলমের ছেলে সরওয়ার কামাল।
পুলিশ জানায়, দেখে বুঝার উপায় নেই তারা গাঁজা ব্যবসায়ী। দীর্ঘ দিন থেকে এভাবে পরিবারের ছদ্মবেশে গাঁজার পাচার করে আসছিল। তারা বিভিন্ন সময় গাঁজা পাচার করার সময় ছোট্ট শিশুদেরও সাথে রাখেন,
যাতে পুলিশ বা কোন গোয়েন্দা সংস্থা তাদের সন্দেহ না করে।তারা বাড়ি যাওয়ার ভ্যান করে সাথে টলিব্যাগ ব্যবহার করে বিভিন্ন মাদক পাচার করে থাকে।
কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) জয়নাল আবেদিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকা থেকে গাঁজা পাচার করার সময়
রশিদা বেগম ও নাতি সরওয়ার কামালকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে থাকা শিশু রবি আলম নামে আরেক নাতিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় ।
এসময় তাদের সাথে থাকা সাধারণ ব্যাগ ও টলিব্যাগ তল্লাসী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য এক লক্ষ টাকা বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত চক্রের দুই সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply