জাহাঙ্গীর চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সাতবাড়িয়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজিসহ) সাকিল নামের এক যুবককে আটক করে। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের নেতৃত্বে গত ১৭ নভেম্বর ভোর রাতে উপজেলার পূর্ব সাতবাড়িয়া ছাদেক পাড়ার আবুল কাশেমের ছেলে সাকিল (৩২) কে ১টি দেশীয় তৈরি বন্দুকসহ আটক করে। তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনাচার্জ নাছির উদ্দীন সরকার। এ মামলায় আটক হয়ে দির্ঘদিন হাজত বাসের পরে জামিনে এসে ফেইসবুকে অস্ত্র প্রদর্শন দিয়ে স্ট্যাটাস দিয়ে। অবশেষে পুলিশ থাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এ ব্যাপারে এসআই খালেকুজ্জামান বাদী হয়ে চন্দনাইশ থানায় অস্ত্র মামলা দায়ের করেন।