
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন চলাকালে কোচিং সেন্টার পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৬ এপ্রিল সকালে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় সলিউশন আই.টি ইনস্টিটিউট নামে একটি কোচিং সেন্টারে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন চলাকালে কোচিং সেন্টার পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উপজেলার গাছবাড়িয়া এলাকায় সলিউশন আই.টি সেন্টার নামে একটি কোচিং সেন্টার নির্দেশনা অমান্য করে ছোট ছোট দুইটি কক্ষে প্রায় শতাধিক শিক্ষার্থীকে কোচিং করাচ্ছে,
এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে মোবাইল কোট পরিচালনা করে সম্পৃক্তদের দন্ডবিধি আইনে ২৬৯ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চন্দনাইশ থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকলেও চন্দনাইশের কোচিং সেন্টার গুলো বন্ধ ছিল না। গতকাল ৬ এপ্রিল ১টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করলেও অন্যান্য কোচিং সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply