জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে রবি/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী বোরো ধান চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৪ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ চত্বরে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসকল প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
পর্যায়ক্রমে ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার, চলতি মৌসুমে ২৯৮০ জন কৃষককে হাইব্রিড ধানের বীজ সহায়তা দেয়া হবে।