জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
আগামী ৩০ অক্টোবর চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালীর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,৩০ অক্টোবর শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালী বিকেল ৩ টায় গাছবাড়ীয়া খাঁন হাট ওয়ান আজিজ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে সম্প্রীতি সমাবেশের এক আলোচনা সভা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে।
বুধবার ২৭ অক্টোবর উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,
সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু,উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. শাহীন হোসাইন, ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.কামেলা খানম রূপা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, ইসলামি ফাউন্ডেশনর এফ.এস সৈয়দ মোহাম্মদ গোলাম সোবহান,চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান,আমিন আহমেদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী,নুরুল ইসলাম, আহমদুর রহমান, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল,নুর হোসেন জাহাঙ্গীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি,বলরাম চক্রবর্তী,সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, শিক্ষক বিষ্ণ যশা চক্রবর্তী,কুন্তল বড়ুয়া প্রমুখ।
Leave a Reply