কাইয়ুম মাহমুদ চলনবিল প্রতিনিধি।
সোমবার (১৭ আগস্ট তারিখ ১২;০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজারস্থ, দিপা হোমিও হলে এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী ১। শ্রী রতন কুমার দাস (৪০),পিতা মৃত গোপাল চন্দ্র দাস, সাং-ঘুরকা বেলতলা, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানধীন ঘুরকা বেলতলা বাজর, দিপা হোমিও হল এ বিপুল পরিমান রেকটিফাইড স্পিরিট ক্রয়-বিক্রয় করিতেছে ।
এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট ও ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ড ও নগদ ২,০০০/-(দুই হাজার) টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ২৪ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..