তাজ চৌধুরী দিনাজপুর ব্যুরোঃ
গতকাল রাত ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে প্লাস্টিকের বস্তা থেকে মানুষের গোঙানির আওয়াজ শুনতে পান এলাকাবাসী। কাছে গিয়ে কয়েকজন দেখেন, প্লাস্টিকের বস্তার ভেতরে পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধ। কে বা কাহারা বস্তায় পুরে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন ওই বৃদ্ধকে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলার স্বেচ্ছাসেবক দল ‘”পাশে দাঁড়াও’” এর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও পুলিশ সদস্যরা সেখানে হাজির হন ও ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. আজমল হক বলেন, ওই বৃদ্ধ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি কথা বলতে পারছেন না। এখন পর্যন্ত তাঁর কোনো নাম, ঠিকানা ও পরিচয় জানা যায়নি। তাঁর শরীর খুবই দুর্বল। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃদ্ধার পরিবারের খোঁজ পাওয়া গেলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।