
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় সোহাগ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১১টায় রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাড়ির পার্শে রাস্তার ধারে দোকানে সোহাগ খরচ আনতে গেলে রাস্তা পারাপারের সময় উলিপুরগামী একটি অটোরিকশা দ্রুত এসে সামন থেকে তাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল ইসলাম মন্জু সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু নিশ্চিত করে বলেন, ঘটনা না টি খুবেই দুঃখ জনক।
এদিকে ঘাতক চালক অটোরিকশাসহ পালিয়ে যায়। মৃত সোহাগ চড়ুয়া পাড়া এলাকার ছপিয়ল ইসলামের পুত্র।
এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply